উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন এবং তিনি উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারের নির্বাহী কর্মকর্তা হিসেবে নিম্নোক্ত দায়িত্ব পালন করেন:
১। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রশাসনিক দায়িত্ব পালন করা।
২। উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজের সমন্বয়ে সহায়তা করা।
৩। উপজেলা পর্যায়ে সমন্বিত কর্মসূচী প্রণয়ন এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সহায়তা করা।
৪। আবশ্যক ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা প্রয়োগের ব্যবস্থা করা।
৫। অধ:স্তন অফিসারের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখা।
৬। প্রাকৃতিক দূর্যোগ কালে খাদ্যসহ রিলিফ সামগ্রী গ্রহণ, বিতরন ও মজুদকরণসহ জরুরি দায়িত্ব পালন।
৮। উপজেলা রাজস্ব এবং বাজেট প্রশাসন তদারকী ও নিয়ন্ত্রন করা।
৯। তার বিভাগের কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং উপজেলা পর্যায় সকল প্রকার প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় করা।
১০। উপজেলা প্রশাসনে সরকারী নির্দেশ প্রতিপালন নিশ্চিত করা।
১১। আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের আয়ন-ব্যায়ন কর্মকর্তার দায়িত্ব পালন।
১২। অধীনস্ত কর্মকর্তা ও কর্মচারীদের কাজ তদারকী করা।
১৩। উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা বলে থানা পরিদর্শন করা।
১৪। অবশ্য কর্তব্য হিসেবে এলাকাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা ।
১৫। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত আনুসংঙ্গিক যাবতীয় দায়িত্ব পালন করা।
১৬। সরকারের আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়নের আনুসঙ্গিক কাজ করা।
১৭। আদমশুমারীর কাজ সংক্রান্ত আনুসঙ্গিক দায়িত্ব পালন করা।
১৮। মাধ্যমিক/সমমান, উচ্চ মাধ্যমিক/ সমমান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষা সংশ্লিষ্ট আনুষঙ্গিক দায়িত্ব পালন করা।
১৯। সরকারের গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করা।
২০। সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করা।
২১। বিভিন্ন ক্ষেত্রে প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করা।
২২। সরকার প্রদত্ত অন্যান্য দায়িত্ব বা যে কোন আইন বলে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা।
২৩। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা।
২৪। সরকারের বাধ্যতামূলক প্রথমিক ও গণশিক্ষা এবং দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়ন করা।
২৫। সরকারের গুচছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভূমিহীনদের পূর্নবাসন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস