Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

বলু দেওয়ানের মাজার

ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নে অবস্থিত বলু দেওয়ানের মাজারটি অবস্থিত। মাজারটি ঘিরে প্রতিদিন হাজারো মানুষের ভীড় জমে বলু দেওয়ান (রঃ) এর মাজারে। বলু দেওয়ান (রঃ) এর মাজার দুটি স্থানে অবস্থিত। এক অলৌকিকভাবে তিন‍ার মৃত্যু। তিনার আর একটি মাজার বৃহত্তম যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরা খানা গ্রামে। সেখোনেও প্রতিনিয়ত হাজারো মানুষের ভীড় জমে। কেউ কেউ আসে মাজারটি দেখতে আবার কেউ কেউ আসে আল্লাহর ওলীর মাধ্যমে আল্লাহর নিকট হতে কিছু পেতে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে বিভিন্নভাবে মানত করেন এবং অনেকের বড় বড় সমস্যা ও রোগ নিরাময় আল্লাহ এখান থেকে করে দেন। প্রতি বছরের বাংলা ভাদ্র মাসের শেষ মঙ্গলবার হতে ৫ দিন ব্যাপী ব্যাপকভাবে মাজার কমিটির পক্ষ থেকে একটি মেলার আয়োজন করে এই মাজারটি কেন্দ্র করে। সেখানে লাখো মানুষের ভীড় জমে থাকে ঐ ৫ দিন। বৃহত্তম যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরা খানা গ্রামেও একইভাবে মেলার আয়োজন করে।