Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

কালীগঞ্জ স্মৃতিসৌধ

লাখো শহীদের স্মরণে কালীগঞ্জ উপজেলার স্মৃতি সৌধ। এটি ঢাকা-খুলন‍া মহাসড়ক ও উপজেলা শিশু পার্ক এর পার্শ্বে উপজেলা পরিষদ ভবনের সাথে অবস্থিত। আয়তন প্রায় .৩০ একর। এর উচ্চতা প্রায় ২০ ফুট। প্রতি বছর বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলেল ডালী ও মালা অর্পন করা হয়। এসকল উপজেলা প্রশাসনের উদ্যোগে ‍আয়োজিত অনুষ্ঠানে মাননীয় জাতীয় সংসদ সদস্য, মাননীয় উপজেলা পরিষ চেয়ারম্যান, মেয়র, কালীগঞ্জ পৌরসভা, উপজেল‍া পরিষদ ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান, সকল রাজনৈতিক দল, এমডি, মোবারকগঞ্জ চিনিকল লিঃ, সকল কর্মকর্তা/কর্মচারী, অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা, এনজি প্রতিনিধিসহ সাধারণ জনগণ দিবসগুলি এ স্থানে পালন করে থাকে।